ডিজিটাল ডেস্ক: ত্বকের তারুণ্য ধরে রাখা থেকে শুরু করে ডার্ক সার্কেল কমানো, কফি আপনার ত্বকের অনেক সমস্যারই সমাধান করতে পারে। জেনে নিন ত্বকের যত্নে কফির উপকারিতা…
1) তেজ বাড়ায়:-
কফি মাস্ক ত্বকের প্রদাহ কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বক উজ্জ্বল ও টোনড হয়। কফি মাস্ক সহজেই ত্বকের ক্লান্তি দূর করতে কার্যকর।
2) প্রদাহ কমায়:-
কফি স্ক্রাব সাময়িকভাবে ত্বকের ‘স্ট্রেচ মার্ক’ কমাতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ করতে সেলুলাইট।
3) একন সমস্যার সমাধান:-
কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে। এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে (কফির ত্বকের উপকারিতা)। তাই ব্রণ, যেকোনো ক্ষত বা ত্বকের সংক্রমণ সারাতে কফি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
4) ডার্ক সার্কেল ঠিক করে:-
কফিতে উপস্থিত ক্যাফেইন এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। আপনার চোখের চারপাশের ত্বক সুস্থ রাখে। ফলে ডার্ক সার্কেল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আপনি কফি ফেস প্যাক বা ক্রিম (কফির ত্বকের উপকারিতা) ব্যবহার করতে পারেন। ডার্ক সার্কেল বা চোখের ফোলাভাব কমায়।
5) বার্ধক্যের প্রভাব কমায়:-
কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ফেনল যা ফ্রি র্যাডিক্যালের কারণে ত্বকের ক্ষতি কমাতে কাজ করে। ফলস্বরূপ, এটি বলিরেখা, বয়সের দাগ, ত্বকের ভাঁজ, রোদে পোড়া ভাব কমায়।