ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-মেসির লড়াইটা সবারই জানা। এই দুই ফুটবলারের লড়াই দেখার অপেক্ষায় প্রায় গোটা বিশ্ব। রোনালদো ও মেসিকে আবার একই ক্লাবে খেলা দেখার স্বপ্ন অনেকেই দেখছেন কিন্তু এখন বোঝা যাচ্ছে এই স্বপ্ন আর কোনোভাবেই পূরণ হতে যাচ্ছে না। আসলে দুই ফুটবলারের লড়াই শুধু ফুটবলেই সীমাবদ্ধ কিন্তু এবার তেমনটা মনে হচ্ছে না।
প্রসঙ্গত, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই ইউরোপের বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্যারিস সেন্ট জার্মেই এরই মধ্যে রোনালদোকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। আর হুঁশিয়ারি দিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি। সূত্রের খবর, মেসি বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পিএসজি ক্লাবে আনা হলে তিনি ক্লাব ছাড়বেন। পুরনো ক্লাব বার্সেলোনায় যান।
প্রসঙ্গত, রোনালদো এবং মেসি দুজনেই ফুটবল বিশ্বে সর্বোচ্চ রাজত্ব করেছেন। রোনালদোর ভবিষ্যৎ কোন ক্লাবের সঙ্গে যুক্ত তা এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।