হঠাৎ করেই লাইমলাইটে এলেন অর্পিতা, জেনে নিন কে এই অভিনেত্রী

0
321
partha chatterjee,

ডিজিটাল ডেস্ক: খবরের শিরোনামে অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় কে? কেন্দ্রীয় তদন্ত সংস্থার (ইডি) মতে, এই অর্পিতা মুখোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার বিকেলে ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের পরিত্যক্ত উচ্চতায় অভিযান চালিয়ে 20 কোটি টাকা জব্দ করেছে। এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় শুরু হয় গোটা বাংলায়।

নিয়োগকর্তা কে? উল্লেখ্য, গত এক দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা মুখার্জি। যদিও রূপালী পর্দায় অর্পিতার নাম তেমন উল্লেখ করা হয়নি, তবে আজ তিনি প্রচারের লাইমলাইটে রয়েছেন, কারণ তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে যুক্ত। ছবিতে অভিনয় করে বক্স অফিস কাঁপাতে না পারলেও তার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধারের ঘটনা বাংলার রাজনীতিকে নাড়া দেয়। অর্পিতা মুখার্জি 2017 সালে একটি তামিল ছবিতে অভিনয় করেছিলেন।

সেই সিনেমার নাম ছিল চিনামা লাভ! তবে এর আগে অর্পিতা কিছু ওড়িয়া ও বাংলা ছবিতেও অভিনয় করেছেন। অর্পিতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘মামা বাগানে’ জিত-স্বস্তিকা অভিনীত ‘পার্টনার’-এ সহ-অভিনেতা হিসাবে উপস্থিত হয়েছিল। এছাড়াও তার বাংলা ছবির তালিকায় রয়েছে ‘জোর যার মুলুক তার’। বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি অর্পিতাকে ওড়িয়া ছবিতেও অভিনয় করতে দেখা গেছে। সেখানে অর্পিতা ওড়িয়া ছবি ‘প্রেম পথি’ এবং ‘তোরা মোরা জোড়া সুন্দর’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেন।

পার্থ চ্যাটার্জির সঙ্গে অর্পিতার পরিচয়ের বেশ কিছু তথ্যও সামনে এসেছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের অন্যতম পৃষ্ঠপোষক। সেখানে পার্থবাবুর সঙ্গে দেখা হয় অর্পিতার। একজন তরুণ অভিনেতার মাধ্যমে পার্থর সাথে অর্পিতার পরিচয় হয়।অর্পিতার বরং বিলাসবহুল জীবনযাপন ছিল। তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে বহুবার যেতে দেখা গেছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে বেহালার ডায়মন্ড সিটিতে পার্থের কাছে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২০ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এছাড়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত সংস্থা বলছে, এসএসসি দুর্নীতির সঙ্গে এই অর্থের যোগ রয়েছে। অর্পিতার ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে টাকা গণনার কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here