ডিজিটাল ডেস্ক: অবশেষে বৃষ্টি কি দক্ষিণবঙ্গে সদয় হল? গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গের মানুষের প্রধান কৌতূহল এটি। গতকাল রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আজ সকাল পর্যন্ত তা অব্যাহত রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলীয় জেলাগুলিতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা: 31.2° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: 24.3° সেলসিয়াস
আর্দ্রতা: 89%
বাতাস: 13 কিমি প্রতি ঘন্টা
মেঘলা: 81%
গতকাল সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা শহর। এখনও মেঘলা। বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে। সেই সঙ্গে কমেছে তাপমাত্রাও। সকালের বৃষ্টি তিলোত্তমাকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। হুমুসের প্রকোপ থেকে স্বস্তি পেয়েছেন নগরবাসী। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দো ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 86%।
উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব অনেকটাই কমেছে। পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির ঝুঁকি এড়ানো হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। উত্তরবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ 60 শতাংশ হতে পারে। গত 24 ঘন্টায় 003.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। গতকাল রাতে কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। আকাশ এখনও মেঘাচ্ছন্ন কিন্তু মাঝে মাঝে রোদের ঝলক দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বিকেলের পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।