ঋষি সুনক আরও এক ধাপ এগিয়ে গেলেও এবারের প্রতিযোগিতা কঠিন

0
66
Rishi Sunak

ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনের পদত্যাগের পর তাঁর জায়গায় ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের আসার সম্ভাবনা জোরালো হচ্ছে। ঋষি সুনক নির্বাচনের প্রথম দুই ধাপে এগিয়ে ছিলেন। আর এবার সোমবারের ভোটে তাকে ভোট দিয়েছেন বিধানসভার ১১৫ জন সদস্য। তবে এবার ঋষি সুনকের লড়াই ক্রমশ কঠিন হচ্ছে। জানা গেছে, শেষ রাউন্ডের ভোটে চার প্রতিপক্ষ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থী ঋষি সুনকের ভোটের ব্যবধান ক্রমশ কমছে। এবং চিত্র বদলে যেতে পারে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি সুনাকের পেছনে ছুটছেন পেনি মর্ডুয়ান্ট। শেষ রাউন্ডের ভোটে তিনি পেয়েছেন ৮২ ভোট। অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস্টও এই সময়ে ভালো অবস্থায় আছেন বলে মনে করা হচ্ছে। আগামী বুধবার ব্রিটেনে পরবর্তী রাউন্ডের ভোট। আর সেদিনই বোঝা যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে চূড়ান্ত দুই প্রার্থী কারা।

অন্যদিকে, কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বীরা একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে বলে মনে হচ্ছে। আর এই নিয়েই চিন্তিত কনজারভেটিভ পার্টি। তার মতে, এর ফলে দেশের মানুষের সামনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আপাতত, নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত বরিস জনসন দায়িত্বে থাকবেন। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কার্যত, এই পরিস্থিতিতে ঋষি সুনকের লড়াই আরও কঠিন হতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here