ডিজিটাল ডেস্ক : রুপির দামের রেকর্ড পতন মঙ্গলবার ভারতীয় মুদ্রা মার্কিন ডলার প্রতি 80.0125 টাকায় নেমে এসেছে। অর্থাৎ 1 ডলারের জন্য আপনাকে 80 টাকার একটু বেশি দিতে হবে। রুপির দামের এই পতন আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে দ্রব্যমূল্য আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় অর্থনৈতিক নীতিনির্ধারকরা মুদ্রার স্লাইড রোধ করতে সোনা আমদানিতে শুল্ক বাড়ানোর কথা ভাবছেন।