ডিজিটাল ডেস্ক: টেলি-অভিনেত্রী পল্লবীর মৃত্যু নিয়ে জটিলতা বাড়ছে। ইতিমধ্যেই পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার পলবির বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এবার পুলিশের নজরদারিতে এলেন পল্লবীর প্রিয় বান্ধবী ভাবনা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, পল্লবীর রহস্যজনক মৃত্যুর তিন দিন আগে সাগ্নিক ও পল্লবী তার সঙ্গে দেখা করেছিলেন। সাগ্নিক ও পল্লবীর মধ্যে কোনো সমস্যা আছে কিনা তাও তিনি পুলিশের কাছে জানতে চান। ভাবনা বন্দোপাধ্যায় প্রথম থেকেই পল্লবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পলবির মৃত্যুর তদন্তে পুলিশ নতুন কোনো ক্লু পেয়েছে কিনা তা নিয়ে কৌতূহল বাড়ছে।